মাদ্রাসার টয়লেটের মিলল নবজাতকের মরদেহ

নাটোর
নাটোর   © প্রতীকী ছবি

আবাসিক মহিলা মাদ্রাসার টয়লেটের পাশ থেকে একে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নাটোরের সিংড়ার পৌরসভার পেছনে পেট্রোবাংলা এলাকার চলনবিল আল জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাদ্রাসায় কর্মরত অবিবাহিত নারী শিক্ষিকা গোপনে গর্ভপাত ঘটিয়ে এই নবজাতককে ফেলে পালিয়েছেন। দীর্ঘদিন ধরে মহিলা মাদ্রাসার নামে সেখানে অবৈধ কার্যকলাপ পরিচালনা হয়ে থাকে। এর আগে মাদ্রাসার ভেতরে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে সেটি ধামাচাপা দেওয়া হয়।

চলনবিল আল জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার পরিচালক সাইফুল্লাহ সুমন জানান, মাদ্রাসায় তিনজন শিক্ষিকার মধ্যে একজনের সঙ্গে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি সাহেবের সম্পর্ক রয়েছে। মাঝে মধ্যেই তার বাসায় যাতায়াত করতেন ওই শিক্ষিকা। এখন তারা ঘটনা ঘটিয়ে দুইজনই পালিয়েছেন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) রফিকুল ইসলাম কালবেলাকে নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদ্রাসার এক অল্প বয়সি শিক্ষিকার বাচ্চা বলে জানা গেছে। 


সর্বশেষ সংবাদ