আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

আলিম পরীক্ষার্থী
আলিম পরীক্ষার্থী  © ফাইল ফটো

চলতি বছরের আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১৭ আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত অংশের পরীক্ষা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। 

সোমবার (১২ জুন) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আলিম পরীক্ষার রুটিন অনুযায়ী, প্রতিটি পত্রে পরীক্ষার্থীদের তিন ঘণ্টার পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা শুরু হবে বেলা ১০টায়। লিখিত পরীক্ষায় শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। 


সর্বশেষ সংবাদ