গ্রামীণ ব্যাংকে মালিকানা ২৫ থেকে কমিয়ে ৫ ভাগে নামিয়ে আনার পরিকল্পনা

গ্রামীণ ব্যাংক
গ্রামীণ ব্যাংক  © ফাইল ছবি

নোবেলজয়ী ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের একটি উল্লেখযোগ্য পুনর্গঠন হতে যাচ্ছে। এতে সরকারের মালিকানার অংশীদারত্ব কমানোসহ এর বোর্ড ব্যবস্থাপনা কাঠামোও পুনর্গঠনের পরিকল্পনা করা হয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত খসড়া অধ্যাদেশ অনুযায়ী, গ্রামীণ ব্যাংকে সরকারের অংশীদারত্ব ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অধ্যাদেশে ২০১৩ সালের গ্রামীণ ব্যাংক আইন সংশোধনেরও প্রস্তাব করা হয়েছে।

খসড়ায় বলা হয়, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ২৫ শতাংশ মালিকানা সরকারের এবং বাকি ৭৫ শতাংশ ঋণগ্রহীতাদের। তবে প্রস্তাবিত সংশোধনীতে ঋণগ্রহীতাদের কাছে ব্যাংকের ৯৫ শতাংশ শেয়ার হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
 
নতুন খসড়া অনুযায়ী, ব্যাংকের পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হবে। ঋণগ্রহীতারা ধীরে ধীরে মূলধনে অবদান বাড়িয়ে ৯৫ শতাংশ মালিকানা অর্জন করবেন। বোর্ড ঘোষিত যেকোনো লভ্যাংশ মূলধনের ভিত্তিতে আনুপাতিকভাবে বিতরণ করা হবে।

নতুন প্রস্তাবে ঋণগ্রহীতারা বোর্ডে ১১ জন পরিচালক নির্বাচনের সুযোগ পাবেন উল্লেখ করে খসড়ায় বলা হয়, চেয়ারম্যান অক্ষম হলে, বোর্ডের সদস্যরা অন্য কোনো পরিচালককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিতে পারবেন।


সর্বশেষ সংবাদ