ব্লাড ক্যান্সারের কাছে হার মানলেন তা’মীরুল মিল্লাতের কামরুল

তা’মীরুল মিল্লাতের লোগো ও মুহাম্মাদ কামরুল হাসান
তা’মীরুল মিল্লাতের লোগো ও মুহাম্মাদ কামরুল হাসান  © ফাইল ছবি

দীর্ঘদীন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারি জমিয়েছেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার (টঙ্গী ক্যাম্পাস) শিক্ষার্থী মুহাম্মাদ কামরুল হাসান। তিনি ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লাতে।

বুধবার (২২ মার্চ) রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, কামরুল হাসান দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল তার। বুধবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার সহপাঠী মইনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ২০১৮-১৯ সালে আলিম ২য় বর্ষে থাকাকালীন তার পাশের রুমেই থাকতেন কামরুল। এরপর রুম পরিবর্তন করে হাজী শরীয়তুল্লাহ হলের ৩০৩ নাম্বার রুমে চলে যান । ছেলেটি অমায়িক, মিশুক ছিল। 

মৃত্যুবরণের পূর্বে শিক্ষার্থী কামরুল হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে গেছেন। তার মধ্যে ‘ক্যান্সার নামক এক জটিল রোগ আর যেন কারো না হোক’, ‘হাসপাতাল এ যেন দুঃখ যাতনার জিন্দা কবর’, ’কষ্ট চেপে রেখে বুক পাঁজরে, ছলনার হাসি ফুটে বন্দি মুখে। প্রিয়দের কথা ভেবে কাঁদে অন্তর বিষাদের সুরে হয় সবাই কাতর।’

কামরুল হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মাদরাসার শিক্ষকগণ, সহপাঠী ও শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ