ভারতীয় খেলোয়াড়রা স্লেজিং করেছিলেন, জানালেন তামিম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ PM
সদ্যই ভারতকে গুঁড়িয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হলেন যুবারা। ফাইনালে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। সেই চাপ আরও বাড়াতে বাংলাদেশি যুবাদের স্লেজিং করেছিলেন ভারতীয় খেলোয়াড়রা। তবে কম যায়নি যুবা টাইগাররাও। কড়া জবাব দিয়েছেন মাঠেই। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে একাধিকবার। তবে এমন জবাব দেওয়াটা জরুরি ছিল বলেই মনে করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
ফাইনাল ম্যাচে বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গেছে খেলোয়াড়দের। কয়েকবার হয়েছে উত্তপ্ত কথার লড়াই। তার সঙ্গে ম্যাচ জিতেও জবাব দিয়েছে বাংলাদেশ। ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হয় দলটি। যুবাদের ১৯৮ রানের জবাবে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত।
সোমবার ট্রফি নিয়ে দেশে ফিরে আসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিমানবন্দরে তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। দেশে ফিরে মিডিয়ার সঙ্গে কথা বলেন অধিনায়ক আজিজুল। টুর্নামেন্টে ২৪০ রান করে যিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও।
ফাইনালে ভারতের বিরুদ্ধে আগ্রাসন দেখানোর কারণ জানিয়ে তামিম সাংবাদিকদের বলেন, ‘তারা (ভারতীয় খেলোয়াড়রা) স্লেজিং করেছে, এবং আমরা তা ফিরিয়ে দিয়েছি। জিততে হলে আপনাকে কিছু আগ্রাসন দেখাতে হবে, কিছু স্লেজিং করতে হবে।’