নারী সাফ চ্যাম্পিয়নশিপ

সেমিফাইনালে সাবিনাদের প্রতিপক্ষ ভুটান

ভারতকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ
ভারতকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ  © সংগৃহীত

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) তাদের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শিরোপা ধরে রাখার মিশনে শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ ভুটান। পাহাড়ি দেশটি ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে। 

২৭ অক্টোবর কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। অন্য সেমিতে লড়বে স্বাগতিক নেপাল ও ভারত। সেখান থেকে জয়ী দুই দল শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আগামী ৩০ অক্টোবর। এখন দেখার বিষয় বাংলাদেশ কি নিজেদের শিরোপা ধরে রাখতে পারেন কিনা।
 
২০২২ সালে এই কাঠমান্ডুতেই বাংলাদেশ সাফের সেমিতে ভুটানকে পেয়েছিল। সেই ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিলেন সাবিনারা। তবে সেই ভুটানের অতীত ও বর্তমান দলে পার্থক্য অনেক। তারা এবার গ্রুপপর্বের কোনো ম্যাচ হারেনি। শক্তিশালী নেপালকে গোলশূন্য সমতায় রুখে দেয় প্রথম ম্যাচে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৪-১ এবং  মালদ্বীপকে ১৩-০ গোলে হারিয়েছে। তিন ম্যাচ শেষে নেপাল ও ভুটানের সমান সাত পয়েন্ট। মাত্র এক গোলের ব্যবধানে ভুটান ‘বি’ গ্রুপের রানার্স-আপ। 


সর্বশেষ সংবাদ