৬ দিনে ১৩ কোটি ডলার রেমিট্যান্স মালয়েশিয়া থেকে
মাত্র ৬ দিনে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা। তারা আরো রেমিট্যান্স পাঠিয়ে নতুন সরকারের অধীনে দেশের অর্থনীতি শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। রেমিট্যান্স পাঠাতে দেশটির বাংলাদেশি এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসীদের ভিড় দেখা গেছে।
রেমিট্যান্স পাঠানো চ্যানেলগুলো জানিয়েছে, দেশে চলতি বছরের জুনে তিন বছরের মধ্যে সর্বোচ্চ ২৫৪ কোটি ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছে। জুলাইয়ের শুরুতেও এ ধারা অব্যাহত ছিল। তবে জুনের তুলনায় নেমে আসে প্রায় ২৫ শতাংশে। জুলাইয়ে রেমিট্যান্স পাঠানোর হার ছিল ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। আর আগস্টের প্রথম তিন দিনে রেমিট্যান্স আসে ৯ কোটি ডলার।
সরকার পতনের পর ১০ আগস্ট পর্যন্ত তিনদিনে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ডলার। মালয়েশিয়ার এক্সচেঞ্জ হাউসগুলোর তথ্যমতে, ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা প্রায় ১২৫ থেকে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি টাকায় এটি প্রায় ১৫ হাজার ৭০০ মিলিয়ন টাকা।
আরো পড়ুন: গণভবনের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যেভাবে উদ্ধার হলো ৮ লাখ টাকা
এর আগে ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে রেমিট্যান্স পাঠানো বন্ধ রাখেন মালয়েশিয়া প্রবাসীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, ব্যাংকে টাকা পাঠালে দেশের উন্নতি হবে। ড. মুহাম্মদ ইউনূস প্রশাসনের প্রতি তাদের আহবান, আইনের সুশাসন, প্রবাসীদের হয়রানি বন্ধ, অভিবাসন ব্যয় কমানো ও প্রবাসে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা চান তারা।