একাদশে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে ১০ মে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মে ২০২২, ১০:২২ AM , আপডেট: ০৬ মে ২০২২, ১০:২২ AM
২০২১-২২ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির রেজিস্ট্রেশন চলছে। আগামী ১০ মে পর্যন্ত কলেজ-মাদ্রাসাগুলো একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে পারবেন। এর আগে গত ১২ এপ্রিল থেকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) কলেজ প্যানেলে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। ১০ মে বিকাল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার প্রশ্ন সব জেলায় পাঠানো শেষ
নির্ধারিত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।
এর আগে, ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।