একাদশে ভর্তি শুরু ১৯ ফেব্রুয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৩ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৩ PM
একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। এর আগে শুক্রবার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কলেজগুলো ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে শিক্ষার্থী ভর্তি করতে পারবে ।
ইতোমধ্যে একাদশে ভর্তির তৃতীয় ও সর্বশেষ ধাপের ফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১৬ ও ১৭ ফেব্রুয়ারি রাত ৮ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষার্থী ভর্তি চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ২ মার্চ।
ভর্তির বিষয়ে আজ মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন শিক্ষার্থীদের ভর্তি চলবে। এর আগে ১৮ ফেব্রুয়ারি দুপুরে একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটের (http://www.xiclassadmission.gov.bd) প্যানেলে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে হবে কলেজগুলোকে। অনলাইনে দেয়া তালিকা অনুসারে কলেজগুলোকে শিক্ষার্থী ভর্তি করতে হবে। তালিকার বাইরে থাকা কোনো শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
তবে শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়েই শিক্ষার্থীদের ভর্তি করাতে কলেজগুলোকে বলেছে ঢাকা বোর্ড। একইসঙ্গে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাসিক বেতন আগামী মার্চ মাস থেকে গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা বোর্ড থেকে প্রকাশিত অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২১ অনুসরণ করে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাসিক বেতন মার্চ মাস থেকে কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন মার্চ মাস থেকে গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হলো। কোন প্রতিষ্ঠানের বিরূদ্ধে উক্ত আদেশ অমান্য করার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ার করেছে ঢাকা বোর্ড।