এক কলেজ থেকেই ৯৩১ জনের জিপিএ-৫, পরীক্ষার্থী ১২৫৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৬ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৬ PM
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়ালি এ ফল ঘোষণা করেন। এ বছর এইচএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৪ হাজার ১৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজেরই ৯৩১ শিক্ষার্থী রয়েছেন। এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে কুমিল্লাজুড়ে।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজটি থেকে এবার এক হাজার ২৫৫ জন পরীক্ষার্থী এইচএসসিতে অংশ নিয়েছেন। এর মধ্যে এক হাজার ২৪৭ জন পাস করেছেন। পাসের হার ৯৯ দশমিক ৩৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৩১ জন। বিজ্ঞান বিভাগের ৪৯৬ শিক্ষার্থীর প্রত্যেকেই পেয়েছেন জিপিএ-৫। মানবিক বিভাগে ২১৩ ও ব্যবসা বিভাগের ২২২ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কলেজটির দুই পরীক্ষার্থী পাস করতে পারেননি।
আরও পড়ুন: জিপিএ-৫ প্রাপ্তিতে নতুন ইতিহাস
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা বোর্ডে এক লাখ ১৪ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ১১ হাজার ৬৮০ জন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোহাম্মদ শাজাহান বলেন, ‘করোনা পরিস্থিতিতেও নিয়মিত অনলাইন ক্লাস নেওয়া হয়েছে। কলেজ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। মনিটরিং জোরদার করার কারণে এমন ফল ভালো এসেছে।’
আরও পড়ুন: জিপিএ-৫ প্রাপ্তদের ৬৭ শতাংশের বেশি বিজ্ঞানের
কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, ‘শুধুমাত্র জিপিএ-৫-এ ভিক্টোরিয়া কলেজ সেরা নয়, মানের দিক থেকেও আমরা এগিয়ে। প্রতিবছর এই কলেজ থেকে পাস করে বুয়েট, মেডিক্যাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাতালিকায় স্থান করে নেয় আমাদের শিক্ষার্থীরা। এবারও আমাদের ছাত্ররা সফল হবে বলে আমি আশাবাদী।’