একাদশে ভর্তি: প্রথম দিনে ৩ লাখ ৩৭ হাজার আবেদন

প্রথম দিনে ৩ লাখ ৩৭ হাজার আবেদন
প্রথম দিনে ৩ লাখ ৩৭ হাজার আবেদন  © সংগৃহীত

আজ শনিবার (০৮ জানুয়ারি) থেকে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। মোট ১৮ লাখ ৬৪ হাজার কলেজ পছন্দ দিয়েছেন এসব শিক্ষার্থী।  আবেদন গ্রহণের প্রথম দিন শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা অনলাইনে এসব আবেদন করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন করেছেন ৩ লাখ ৩৭ হাজার ৬২৭ জন। সারা দেশ থেকে আবেদন করা এসব শিক্ষার্থী মোট ১৮ লাখ ৬৪ হাজার ৬৪০টি কলেজ পছন্দ দিয়েছেন আবেদন জমা হয়েছে। তারা ৫ থেকে ১০টি করে কলেজ নির্বাচন করেছে।

আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয় চালু রাখার চিন্তা

এদিকে অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, এবার প্রায় ২১ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন। কলেজগুলোতে পর্যাপ্ত আসন আছে কি না, এ নিয়ে তাদের মনে আছে সংশয়। তবে, কলেজ সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও প্রায় ৫ লাখ আসন খালি থাকবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার: শিক্ষামন্ত্রী

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। সিলেকশন নিশ্চয়ন না করলে তাদেরকে পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে। ৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে।

পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১১-১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

পরে ১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।


সর্বশেষ সংবাদ