চট্টগ্রাম কলেজের ১৫৬ বছরে পদার্পণ আজ

চট্টগ্রাম কলেজ
চট্টগ্রাম কলেজ  © লোগো

চট্টগ্রাম কলেজ বাংলাদেশের চট্টগ্রাম জেলার শীর্ষস্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যাপীঠটি প্রতিষ্ঠাকালীন থেকেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। কালের পরিক্রমায় নানা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। ২ জানুয়ারি ১৮৩৬ সালে চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে এই প্রতিষ্ঠানের জন্ম হলেও প্রতিষ্ঠালগ্নের তেত্রিশ বছর পরে ১৮৬৯ সালে একে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। অবশেষে ২ রা জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৫৬ বছরে পদার্পণ করল। বিদ্যাপীঠটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী কাজী মালিহা আকতার

চট্টগ্রাম কলেজ একটি জীবন্ত ইতিহাস
চট্টগ্রাম কলেজ জ্ঞানের আলো ছড়ানো এক প্রাচীন বাতিঘর। ১৫৬ বছরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধে আলোকিত করেছে। কলেজের প্রতিটি ইট-পাথর সাক্ষী হয়ে আছে ইতিহাসের বাঁকবদলের। এই ক্যাম্পাসে পা রাখলেই অনুভব করা যায় এক গভীর শিকড়ের টান। শিক্ষার্থীদের চঞ্চল পদচারণা, অধ্যাপকদের প্রাণবন্ত বক্তৃতা আর আড্ডার উষ্ণতায় এই প্রতিষ্ঠান আজও সমান প্রাণবন্ত। চট্টগ্রাম কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস যার প্রতিটি অধ্যায় সমৃদ্ধ বাংলাদেশের মাইলফলক। ঐতিহ্যের এই ধারা অব্যাহত থাকুক বহুযুগ।


মুহাম্মদ আব্দুল আহাদ 
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

আদর্শ প্রতিষ্ঠান হিসেবে সমুজ্জ্বল স্বমহিমায় থাকুক প্রত্যাশা
চট্টগ্রামের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম সরকারি কলেজ হতে অসংখ্য গুণী ছাত্রছাত্রী দীক্ষিত হয়ে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন। শিক্ষাক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। চট্টগ্রাম সরকারি কলেজ গুণগত শিক্ষার মান বজায় রাখতে এবং মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ প্রতিষ্ঠান হিসেবে সমুজ্জ্বল স্বমহিমায় থাকুক এ প্রত্যাশা রাখি। মেধাবীদের কোলাহলে বিচরণ করা চট্টগ্রাম সরকারি কলেজের পদচারণা আরো মসৃণ ও সুখকর হোক এই কামনা।


ইকরাম আকাশ
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ

উজ্জ্বল হোক ভবিষ্যৎ
দেশের শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ১৫৬ বছরে পদার্পণ করেছে। গৌরবোজ্জ্বল ঐতিহ্য নিয়ে ১৫৫ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের এ প্রতিষ্ঠান। এ কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে এর পরিধি আরও বেড়েছে। ১৫৫  বছরে চট্টলার এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন স্তরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।  আমি সত্যিই গর্ববোধ করি এই কলেজের একজন শিক্ষার্থী হতে পেরে। কত স্মৃতি জড়িয়ে আছে এই বিদ্যাপীঠের সাথে। সর্বোপরি চট্টগ্রাম কলেজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, সেই কামনা করি।


উম্মে সালমা 
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

চট্টগ্রাম কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার অনুভূতি
চট্টগ্রাম কলেজ  আমার কাছে ভালো লাগার একটি জায়গা। এই ঐতিহ্যমণ্ডিত কলেজের সাথে আমার হাজারটা স্মৃতি জমা। এই প্রতিষ্ঠানের প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে আছে হাজারো শিক্ষার্থীর অব্যক্ত স্মৃতি। চট্টগ্রাম কলেজের ঐতিহ্যমণ্ডিত প্যারেড মাঠে লুকিয়ে রয়েছে অনেক শিক্ষার্থীর মাটিতে লুটিয়ে পড়ে আবারো উঠে দাঁড়ানোর গল্প গুলো। কলেজের পরিচ্ছন্ন রাস্তা গুলো দিয়ে যখন আমি হেঁটে যাই মন বারবার বলে, আরো থেকে যাই কিছু কাল ,আরো থেকে যাই কিছুকাল। এই প্রতিষ্ঠানের  প্রতি জমে যাওয়া অজানা মায়া আমাকে আজীবন হয়ত এই প্রতিষ্ঠানের ভাবনায় ডুবিয়ে রাখবে। সব সময় উজ্জ্বল থাকুক আমাদের প্রিয় চট্টগ্রাম কলেজ  ক্যাম্পাস। নতুন নতুন স্বপ্নবাজ তাদের স্বপ্নের পূর্ণতা দান করুক আমাদের চট্টগ্রাম কলেজকে প্রাণে ধারণ করে।


সর্বশেষ সংবাদ