শিক্ষা অফিসারকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ PM
কুষ্টিয়ার ভেড়ামারায় মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদের বিরুদ্ধে অসদাচরণ ও হুমকির অভিযোগ তুলে তার অফিস কক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ভোকেশনালের প্রায় ৯০০ শিক্ষার্থীর মধ্যে ৪৬০ জন এসএসসি পরীক্ষার্থী। তারা বেশ কিছুদিন ধরে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আন্দোলন করে আসছিল। অভিযোগ রয়েছে, এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ তাদের রেজিস্ট্রেশন বাতিল এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
শিক্ষার্থীরা জানায়, এটি তার দশমবারের মতো এ ধরনের হুমকি। এতে ভীত হয়ে তারা সংগঠিত হয়ে তার এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়।
সোমবার সকাল ১১টায় শিক্ষার্থীরা ভেড়ামারা-দৌলতপুর মহাসড়ক অবরোধ করে শহরের গোডাউন মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের গাড়ি আটকে দেয় তারা, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়।
দুপুরে শিক্ষার্থীরা ফারুক আহমেদের অফিসে প্রবেশ করে তাকে রুমে আটকে বাইরে তালা ঝুলিয়ে দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ খান হিমু নেতৃত্বে শিক্ষার্থীরা ক্ষমা চাওয়ার শর্তে তালা খুলে দেয়।
বিক্ষোভ চলাকালে ফারুক আহমেদ শিক্ষার্থীদের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেই বলেছিলাম, ঘরে ফিরে যাও। না গেলে সমস্যা হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শিক্ষা অফিসারকে অফিস কক্ষে তালা দিয়ে আটকে রেখেছিল। পরে সমঝোতার মাধ্যমে তালা খুলে দেওয়া হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শিক্ষা অফিসারের এমন আচরণ তাদের প্রতি দীর্ঘদিন ধরে চলে আসছে। তার বক্তব্যে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।