ঢাকা সিটি কলেজ: অধ্যক্ষ-উপাধ্যক্ষের অপসারণ দাবির বিষয়ে সিদ্ধান্ত আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:২৭ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০১:১২ PM
শিক্ষাঙ্গনকে ‘ব্যক্তিগত স্বার্থে’ ব্যবহারের অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর সিটি কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে তারা সড়ক অবরোধ করে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দেন।
শিক্ষার্থীরা অবরোধে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেখানে আগে থেকে পুলিশ অবস্থান নিলেও পরে সেনাবাহিনীর সদস্যরা এসে উপস্থিত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে তেমন কোনো অপ্রীতকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ ঘটনার পর সোমবার সন্ধ্যায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক বলেন, ‘মঙ্গলবার বৈঠকে বসবে কলেজের গভর্নিং বডি। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বৈঠকে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হবে।’
আরও পড়ুন: আন্দোলনের মুখে ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ামুল হক ও উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান ‘বিধিবহির্ভূতভাবে’ কলেজে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তারা ব্যক্তিগত স্বার্থে কলেজকে ব্যবহার করছেন। তাদের পদত্যাগের দাবি তুলেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো– বহিষ্কার করা শিক্ষক সুমনকে আজকের মধ্যে সসম্মানে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে, অবৈধভাবে দখল করা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের চেয়ার ছাড়তে হবে পরবর্তী ৩০ মিনিটের মধ্যে এবং আজকের মধ্যেই অনতি বিলম্বে বৈধ অধ্যক্ষ বেদর উদ্দিনকে পুনর্বহাল করতে হবে, কলেজ সংস্কারের নামে শিক্ষকদের প্রতিহিংসামূলক নোংরা রাজনীতি বন্ধ করতে হবে, অভিভাবক হয়রানি বন্ধ করতে হবে এবং রেজাল্টের অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে টাকা আদায় বন্ধ করতে হবে এবং ব্যবসায়ী কোচিং সেন্টারের মতো এক্সট্রা ক্লাস বন্ধ করতে হবে।