ত্রাণ তহবিলে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাইয়ের সহায়তা
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
রবিবার (৮ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মুস্তারী জাহানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে উপদেষ্টা ফারুক ই আজম রাজশাহী অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের থেকে ৫ লাখ ৫৭ হাজার ৩৫৫ টাকার নগদ অর্থ সহায়তার চেক গ্রহণ করেন।
আরও পড়ুন: ট্রমায় ভুগছেন আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীরা, আছে শঙ্কাও
এ সময় রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন ১৯৮৩ ব্যাচের মো. গোলাম ফারুক, ১৯৮৯ ব্যাচের ড. মো. মোকসেদ আলী, ১৯৯৩ ব্যাচের মুস্তারী জাহান ও ২০১২ ব্যাচের রিফাত হোসেন অন্তর।
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়, সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, সিলেটসহ বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাস্থ্য, খাদ্য ও বন্যা পরবর্তী পুনর্বাসন খুবই গুরুত্বপূর্ণ। তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এ অর্থ প্রদান করা হয়।