এইচএসসি পরীক্ষা

বাংলা দ্বিতীয় পত্রে সর্বোচ্চ অনুপস্থিত ঢাকা বোর্ডে ১৭০৫ পরীক্ষার্থী

  © সংগৃহীত

এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেনি ৬ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী। যার মধ্যে ঢাকা বোর্ডেই সর্বোচ্চ অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭০৫ জন। চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি আটটি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা চলছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্ট শুরু করার সিদ্ধান্ত হয়েছে।

আজ রবিবার (২০ আগস্ট) আট শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৪৬ হাজার ৮৪৫ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৪০ হাজার ২৪৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ৭০৫ জন, রাজশাহীতে ১ হাজার ৪৪ জন, কুমিল্লায় ১ হাজার ৩৭ জন, যশোরে ৬৯৩ জন, সিলেটে ৪৫৫ জন, বরিশালে ৪১৫ জন, দিনাজপুরে ৮৪৬ জন ও ময়মনসিংহে ৪০৪ জন। এছাড়াও বহিষ্কার করা হয় ৮ বোর্ডের ১৪ শিক্ষার্থীকে যার মধ্যে কুমিল্লা বোর্ডেরই ৬ জন। 

এ পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেবে। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুন: মেলেনি অনুমোদন, সেপ্টেম্বরে প্রথম ধাপের পরীক্ষা আয়োজন নিয়ে শঙ্কা

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেবেন প্রথমদিনের পরীক্ষায়। আর বাকি একটি বোর্ডের (চট্টগ্রাম) পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ১ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থী।

এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট কেন্দ্র ৪৪৯টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮টি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নেবেন এক লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৯ হাজার ৫৭৩ জন এবং ছাত্রী ৪৩ হাজার ১৪৪ জন। মোট কেন্দ্র ৬৭৪টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান এক হাজার ৮৩৪টি।


সর্বশেষ সংবাদ