খেলা শেষে গোসলে নেমে পদ্মায় নিখোঁজ ২ কলেজ ছাত্র

পদ্মা নদীর চর, রাজশাহী
পদ্মা নদীর চর, রাজশাহী  © সংগৃহীত

রাজশাহীতে পদ্মার চরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকা সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এতে নিখোঁজরা হলেন- নগরীর দরগাপাড়ার মৃত খাজা মইউদ্দীনের ছেলে রিফাত খন্দকার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ সংলগ্ন মেহেরচন্ডী এলাকার সাইদুর রহমানের ছেলে সারওয়ার সাইম। তারা দুজনই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।তাদের কেউই ভালোমতো সাঁতার জানতো না বলে জানা গেছে।

রাজশাহী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচজন ডুবুরি তাদের উদ্ধার কাজ শুরু করেছেন। এখনো পর্যন্ত  কাউকে উদ্ধার করতে পারেনি দমকল বাহীনির সদস্যরা। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এবিষয়ে নিখোঁজ শিক্ষার্থীদের বন্ধু ইবনুল বলেন, আজ সকালে ৯ বন্ধু মিলে পদ্মার চরে ফুটবল খেলতে গিয়ে ছিলেন। খেলা শেষ করে পদ্মা  নদীতে গোসল করতে নামেন তারা। এক পর্যায়ে রিফাত ও সারওয়ার নদীতে তলিয়ে যান। তবে তাদের মধ্যে কেউই ভালোমতো সাঁতার জানতো না।


সর্বশেষ সংবাদ