মনিপুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতির দায়িত্ব ঢাকা জেলা প্রশাসনের
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৩:০০ PM , আপডেট: ২৩ মে ২০২৩, ০৩:০০ PM
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি কমিটির সভাপতি করা হয়েছে ঢাকার জেলা প্রশাসককে (ডিসি)। মঙ্গলবার (২৩ মে) এ কমিটি অনুমোদন দেয় ঢাকা শিক্ষা বোর্ড।
নতুন অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব সামলাবেন ঢাকার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। আর কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য করা হয়েছে মো. আলমগীর জামিলকে। এছাড়াও অভিভাবক সদস্য করা হয়েছে জাকিয়া শিল্পীকে। অ্যাডহক কমিটির সদস্য সচিব করা হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে।
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির স্বেচ্ছাচারিতার কারণে এখন পর্যন্ত অস্থিরতা চলছে প্রতিষ্ঠানটিতে। বিদ্যালয়টিকে আদালতের রায়ের আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছিল প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক জাকির হোসেনকে। কিন্তু অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন গত ১৭ মে তাকে অব্যাহতি দিয়েছেন।
এ বিষয়টি নিয়ে বর্তমানে ওই প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে। এই পরিস্থিতির মধ্যে ঢাকার জেলা প্রশাসককে সভাপতি করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হলো।