এইচএসসিতে ইংলিশ ভার্সন খোলার দাবিতে ভিকারুননিসায় বিক্ষোভ

ভিকারুননিসায় বিক্ষোভ
ভিকারুননিসায় বিক্ষোভ  © সংগৃহীত

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পর্যায়ে বাণিজ্য বিভাগে ইংলিশ ভার্সন চালুর দাবিতে বিক্ষোভ করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ও অভিভাবকরা। এতে অংশ নেন চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা।

রোববার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি করা হয়। 

এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া আলিফ রুদাবা, নাবিহা তাহাসিম, অতসী দে সহ অন্যরা এই বিক্ষোভে অংশ নেয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও।

আলিফ রুদাবা জানায়, বাণিজ্য বিভাগে ইংলিশ ভার্সন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি আমরা। আমাদের বলা হয়েছিল, এইচএসসিতেও বাণিজ্য বিভাগে ইংলিশ ভার্সন খোলা হবে। কিন্তু এসএসসি পরীক্ষার শেষদিকে আমাদের জানানো হয়-এইচএসসিতে বাণিজ্য বিভাগে ইংলিশ ভার্সন খোলা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের এমন সিদ্ধান্তে আমরা বিপাকে পড়েছি।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা স্থগিত

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক আতিয়া আক্তার বলেন, স্কুল-কলেজ দুই পর্যায়ই রয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানে। কলেজেও এইচএসসিতে ইংলিশ ভার্সন খোলা হবে এমন প্রতিশ্রুতি পেয়ে মেয়েকে ভর্তি করেছিলাম। অভ্যন্তরীণ কোন কারণে এখন এই ভার্সন না খোলার সিদ্ধান্ত নিয়েছে তা বোধগম্য নয়। অন্য প্রতিষ্ঠানে কলেজে মেয়েকে ভর্তি করাতে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বলেন, ইংলিশ ভার্সনে বাণিজ্য বিভাগে কলেজ খোলার কোনো সুযোগ নেই। আমাদের শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকট রয়েছে। একটি বিভাগ খোলার জন্য শিক্ষা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। শিক্ষার্থীরা ভর্তি সময় বিষয়টি জেনেই ভর্তি হয়েছিল। বর্তমানে কেউ কেউ তাদের উসকে দিচ্ছে। বেইলি রোড ক্যাম্পাসের ভেতরে নতুন একটি ভবন হচ্ছে। সেটির কাজ শেষ হওয়ার পরে বিষয়টি চিন্তাভাবনা করা হবে।


সর্বশেষ সংবাদ