বিএসির কর্মশালায় ৩৫ বিশ্ববিদ্যালয়ের ভিসির অংশগ্রহণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ০৪:২০ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২০, ০৫:১৮ PM
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) উদ্যোগে ‘অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আর রবিবার (৪ অক্টোবর) অনলাইনে আয়োজিত তিন ঘন্টাব্যাপী এ কর্মশালার সভাপতিত্ব করেন বিএসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।
কর্মশালায় বিএসসির পূর্ণকালীন সদস্য ইসতিয়াক আহমদ, অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম, অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী, অধ্যাপক ড. এস. এম কবীর অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিএসি কর্তৃক প্রণীত ‘অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া’ এর খসড়া উপস্থাপন করেন অধ্যাপক ড. এস. এম কবীর। এরপর ৩৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন বিএসির সচিব অধ্যাপক ড. একিউএম শফিউল আজম।
আলোচনায় অংশগ্রহণ করা বিশ্ববিদ্যালয়ের উপচার্যরা হলেন- (বিশ্ববিদ্যালয়ের নাম) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালি বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, মেট্রোপলিটান ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স, প্রাইমেশিয়া ইউনিভার্সিটি, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ।