নুরের পাসপোর্টের সায় মেলেনি আদালতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০২:১৩ PM , আপডেট: ০২ মার্চ ২০২০, ০২:৫৩ PM
পাসপোর্ট পেতে আদালতে রিট করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক। আজ সোমবার রিটের বিশেষ শুনানি নেন হাইকোর্টের বিচারপতি গোবিন্দ হালদার। তবে ভিপি নুরুল হকের মামলা থাকায় এ সংক্রান্ত ডকুমেন্ট জমা দেয়ার জন্য বলেছেন আদালত। আগামী বুধবার এইগুলো জমা দিতে বলা হয়েছে।
সোমবার তাঁর আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ এ তথ্য জানিয়েছেন। এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক মো. বিন ইয়ামিন মোল্লা, শাকিল মিয়াও উপস্থিত ছিলেন।
মো. বিন ইয়ামিন মোল্লা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ভিপির মেয়াদ শেষ হলে যাতে গ্রেফতার করা যায় এজন্য সরকারের ইশারাতে পাসপোর্ট দেয়া হচ্ছে না। আজকে আদালতের শুনানিতে নুরকে বিরুদ্ধে পাসপোর্ট না দেয়ার মতো সুনির্দিষ্ট প্রমান না থাকা সত্ত্বে ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে। ফলে আমরা বুঝতে পেরেছি, ভিপিকে গ্রেফতারের জন্য তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না।
এর আগে ভিপি নুর বলেছিলেন, পাসপোর্ট একটি মানুষের মৌলিক অধিকার। আমি ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। ছাত্রপ্রতিনিধি হিসেবে বাইরের দেশের স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে প্রোগ্রাম থাকতে পারে। নেপালের একটি ইউনিভার্সিটির ইনভাইটেশনে গেস্ট ছিলাম। কিন্তু পাসপোর্ট না থাকায় যেতে পারিনি। অক্সফোর্ড ইউনিয়নের সঙ্গে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা। কিন্তু পাসপোর্ট না থাকায় যেতে পারছি না।
জানা গেছে, গত বছরের এপ্রিল মাসের ২৩ তারিখ পাসপোর্টের জন্য আবেদন করা করেন ভিপি নুরুল। ইমার্জেন্সি পাসপোর্টের যথাযথ নিয়মে ফিও জমা দেন। মে মাসের ২ তারিখ পাসপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু রহস্যজনক কারণে দীর্ঘদিন পাসপোর্টটি ঝুলিয়ে রাখা হয়। পরে ১ আগস্ট আদালতের শরণাপন্ন হন তিনি।