স্বাস্থ্য সেবায় নতুন অর্থবছরে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা
স্বাস্থ্যসেবা খাতে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ সরকার একটি বিস্তৃত ও ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। স্বাস্থ্যসেবা বিভাগের চলতি অর্থবছরের বাজেটে মোট বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৩১ কোটি ২ লাখ ২০ হাজার টাকা। এর আওতায় একাধিক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে বাজেট প্রস্তাব ঘোষণায় এ সব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জনগণের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ
নতুন প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সকল জেলা ও উর্ধ্বতন হাসপাতালসমূহে প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওষুধ ও সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা যা রাজস্ব বাজেটের বাইরে একটি বৃহৎ কর্মসূচি হিসেবে পরিচালিত হবে। এছাড়া ৫টি উপজেলায় মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম সম্প্রসারণের মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার প্রসার ঘটানো হবে।
স্বাস্থ্য অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগ
অর্থবছরের অন্যতম প্রধান লক্ষ্য হলো স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ। এর অংশ হিসেবে—৪টি নতুন ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে, ৩০টি নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ভবন নির্মাণ করা হবে, ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় এবং ৩টি কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।
আরও পড়ুন: ৪৪তম বিসিএসে উত্তীর্ণদের নন-ক্যাডার পদের পছন্দক্রম স্থগিত
সরকার রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের পাশাপাশি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ করবে। পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে যা দেশে মানসিক স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত খুলে দেবে।
প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যব্যবস্থা ও নিরাপত্তা
স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে ডিজিটাল হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। সেই সঙ্গে টিকা, রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতির জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিশেষায়িত ইউনিট ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চীন সরকারের সহায়তায় বার্ন ইউনিট স্থাপন করা হবে। এছাড়া সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট গড়ে তোলা হবে। জাতীয় হৃদরোগ ফাউন্ডেশনে ১৫০ শয্যার কার্ডিওভাসকুলার ইউনিট স্থাপনও এই বাজেটের আওতায় রয়েছে।
আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ দিয়ে প্রজ্ঞাপন জারি