করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে বং শনাক্তের হার ১৫.৫৯ শতাংশ। আগের দিন শুক্রবার করোনায় ৭ জনের মৃত্যু হয়েছিল। এ সময় শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৬১১।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪টি নমুনা পরীক্ষা করে ৯৩৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের।
আগের দিন ৯ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬১১ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সারা দেশে ৭ জনের মৃত্যুর খবর এসেছিল।
গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশে, আগের দিন এই হার ১৬ দশমিক ৮২ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
গত ২৪ ঘণ্টায় ৮৩৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন।