টানা ১০ দিন মৃত্যুশূন্য, শনাক্তের ১৭ জনের ১৫ জনই ঢাকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৫:২১ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২২, ০৫:২১ PM
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১০ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ। ফলে দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭ জন। এদের মধ্যে ১৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া কক্সবাজার ও সিলেটে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জনে।
আরও পড়ুন: করোনা নিয়ে নতুন সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
এতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৪০৪ জন। একই সময়ে ২ হাজার ৯৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৯৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।
এদিন সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর আগের ২০২০ সালের ৪ এপ্রিল একদিনে এরচেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল। সেদিন নয় জন রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।