বাংলাদেশে করোনায় মৃত্যুহীন দিন

করোনাভাইরাস
করোনাভাইরাস  © ফাইল ছবি

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় কোথাও করোনা সংক্রমিত কারোর মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিড শনাক্ত রোগীর সংখ্যা ২১৭ এবং সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬০০ জন।

কিন্তু সংক্রমিত কেউ গত ২৪ ঘণ্টায় মারা যাননি। গত বছরের ৯ ডিসেম্বরের ৯৬ দিন পর আবারও করোনায় মৃত্যুশূন্য দিন দেখল দেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।


সর্বশেষ সংবাদ