দেশে আরও ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত, সবাই ঢাকার

করোনা ভাইরাস
করোনা ভাইরাস  © প্রতীকী ছবি

দেশে আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশে এ নিয়ে ২০ জন ওমিক্রন আক্রান্ত বলে শনাক্ত হলেন। অমিক্রনে শনাক্ত ১০ জনই রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানিয়েছে জিআইএসএআইডি। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে। দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়েছিল ৯ ডিসেম্বর।  ওয়েবসাইটটিতে করোনার ওমিক্রন আক্রান্তদের বিদেশ ভ্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ওমিক্রন প্রতিরোধে জাবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধসহ যত নির্দেশনা

জিআইএসএআইডি সূত্র জানায়, ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়।

দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার। গত ১১ ডিসেম্বর তাদের আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছিল। এরপর গত ২৭ ডিসেম্বর একজন এবং ২৮ ডিসেম্বর আরও চারজনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য আসে জিআইএসএআইডির ওয়েবসাইটে।

আরও পড়ুন: মেডিকেল-বিশ্ববিদ্যালয় ভর্তিতে ১০ শতাংশ আসন দাবি

সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত বিদেশ ফেরত হলে তাদের জিনোম সিকোয়েন্সিং করা হয়।

এ পর্যন্ত যারা যাদের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তারা সবার সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের ইতিহাস আছে। দ্রুত সংকমণ ছড়িয়ে ওমিক্রন এরইমধ্যে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে।এদিকে করোনার ভয়ংকর ধরন ওমিক্রন ঠেকাতে সারাবিশ্বের মতো বাংলাদেশেও স্বাস্থ্য অধিদপ্তর  গত মঙ্গলবার দেশব্যাপী স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১৫ দফা নির্দেশনা দিয়েছে।


সর্বশেষ সংবাদ