দ্বিতীয় দিনের মতো চলছে করোনার বুস্টার ডোজ কার্যক্রম
দেশে দ্বিতীয় দিনের মতো চলছে করোনা টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম। আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর একাধিক হাসপাতালের টিকাকেন্দ্রে শুরু হয়। টিকা পাচ্ছেন ঢাকার বাইরের ষাটোর্ধ ও করোনার সম্মুখসারির যোদ্ধাও।
আরও পড়ুন: পড়াশোনা নিয়ে মানসিক চাপে কিশোর-কিশোরীরা
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুস্টার ডোজের জন্য নতুন করে নিবন্ধন করার দরকার হবে না। ২য় ডোজ নেয়ার পর যাদের ৬ মাস অতিবাহিত হয়েছে, শুধুমাত্র তাদেরকেই এসএমএস দেয়া হবে। আগের টিকাগুলো যে কেন্দ্র থেকে নেয়া হয়েছে বুস্টার ডোজের জন্য সেখানেই যেতে হবে।
কোন তারিখে বুস্টার ডোজ নেয়া যাবে, তা মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আরও পড়ুন: এসএসসির ফল ঘরে বসে জানবেন যেভাবে
টিকা গ্রহণকারীরা বলেছেন, গতকাল এসএমএস নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল তা অনেকটা সমাধান হয়ে গেছে। করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হওয়ার পর এই কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সবাই।
এর আগে গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালসহ রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়।
জানা গেছে, যারা দুই ডোজ টিকা নিয়েছে, সুরক্ষা অ্যাপে সেই তথ্য রয়েছে। টিকাগ্রহীতাদের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর রয়েছে সরকারের কাছে। এ ক্ষেত্রে যারা বুস্টার ডোজ পাবে, তাদের কোথায় কবে আসতে হবে, সেটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: পিএইচডি ডিগ্রির ভাইভা দিলেন মিজানুর রহমান আজহারী
ওমিক্রণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। শুধু যুক্তরাজ্যেই ১৫ হাজারের মতো ওমিক্রন ভ্যারিয়েন্টে শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধের পথে হাঁটছে বরিস জনসন সরকার।