ওমিক্রন রোধে কঠোর লকডাউনে নেদারল্যান্ড

কঠোর লকডাউনে নেদারল্যান্ড
কঠোর লকডাউনে নেদারল্যান্ড  © ফাইল ফটো

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে কঠোর লকডাউনে যাচ্ছে নেদারল্যান্ড। আজ রোববার থেকেই লকডাউন কার্যকর করতে যাচ্ছে দেশটি। বড়দিনের অনুষ্ঠান থাকলেও জনস্বাস্থ্য বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন ঠেকাতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, খাবার হোটেল এং জনসমাগমস্থল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডের সরকার। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই লকডাউন বহাল রাখা হবে।

আরও পড়ুন: ‘ওমিক্রন’ আক্রান্তদের যেসব উপসর্গ দেখা যায়

ওমিক্রনের মারাত্মক সংক্রমণের হার দেখেই এমন কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট। তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সিদ্ধান্ত অপরিহার্য ছিল। দেশের সব নাগরিকদের এই বিধিনিষেধ মেনে চলতে হবে।

মার্ক রুট আও বলেছেন, ওমিক্রন রোধে আমাদের আবারও লকডাউনে যেতে হচ্ছে। কারণ করোনার এ নতুন অভিঘাতটি দ্রুতই আমাদের ওপর আসছে। আমাদের নাগরিকেরা এ বিষয়টি বুঝতে পারবেন, আমি তা মনে করি।

আরও পড়ুন: ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, করোনার সবগুলো ধরনের মধ্যে সবচেয়ে দ্রুত সংক্রমন ঘটায় ওমিক্রন। ইতোমধ্যে বিশ্বের ৭৭টি দেশে করোনার এই নতুন ধরন ছড়িয়ে পড়েছে। সংক্রমণ এড়াতে সব দেশকে সতর্তও করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন: ডেল্টার চেয়ে ৬ গুণ দ্রুত ছড়ায় ওমিক্রন

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষ দিনে করোনাভাইরাসের খবর ছড়িয়ে পরে। এরপর নতুন বছরের শুরুতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। করোনায় আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ২ কোটি ৯৬ লাখ ৬ হাজার ৭৪৪ জন মারা গেছেন ২০ হাজার ৪২০ জন। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৪ হাজার ৬১৬ জন আক্রান্ত ও ৫০ জনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ সংবাদ