দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন প্রজাতি শনাক্ত

করোনার নতুন প্রজাতি নিয়ে গবেষণায় দক্ষিণ আফ্রিকার একদল বিজ্ঞানী
করোনার নতুন প্রজাতি নিয়ে গবেষণায় দক্ষিণ আফ্রিকার একদল বিজ্ঞানী  © সংগৃহীত

আফ্রিকা মহাদেশে করোনার প্রকোপ সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়। করোনায় দেশটির প্রায় ২৭ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে প্রায় ৮২ হাজার মানুষ। ডেল্টা ভ্যারিয়েন্ট যখন দক্ষিণ আফ্রিকায় মানুষের জীবন তছনছ করছে, ঠিক একই সময়ে করোনা ভাইরাসের নতুন প্রজাতি খুঁজে পেয়েছেন দেশটির একদল বিজ্ঞানী। যার ফলে জনমনে তৈরি হয়েছে নতুন শংকা।

করোনার নতুন এ প্রজাতি দক্ষিণ আফ্রিকার নয়টি প্রদেশের সবগুলোতেই শনাক্ত হয়েছে। নতুন এ প্রজাতির নাম দেওয়া হয়েছে সি.১.২।

তবে স্বাস্থ্য কর্মকর্তারা সাধারণ মানুষকে আতংকিত না হতে অনুরোধ জানিয়েছেন। কেননা করোনার এই নতুন প্রজাতি আগের প্রজাতির চেয়ে শক্তিশালী কিনা কিংবা করোনা প্রতিরোধী টিকা নেওয়া মানবদেহে সক্রিয় থাকতে কতটুকু সক্ষম- তা এখনও নির্ধারণ করা যায়নি।

এমনটি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যবিষয়ক অধিদপ্তর ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজেজ(এনআইসিডি)।

সি.১.২ হিসেবে পরিচিত নতুন এ ভ্যারিয়েন্ট গত সপ্তাহে প্রথম শনাক্ত হয়। এ বিষয়ে এনআইসিডি গবেষক পেনি ম্যুর এক ভার্চুয়াল কনফারেন্সে বলেন, এটি করোনা প্রতিরোধী শরীরে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করে তা এ মুহূর্তে নিশ্চিত করে বলার মতো গবেষণা হয়নি।তবে আমরা আশাবাদী যে, ‍আমাদের দেশে প্রয়োগ করা টিকা এর চেয়েও কঠিন রোগ থেকেও আমাদের রক্ষা করতে সক্ষম হবে।


সর্বশেষ সংবাদ