মুছে ফেলা ভিডিও আপলোড না দেওয়ার অনুরোধ ডা. জাহাঙ্গীর কবিরের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৫:৪০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২১, ০৫:৪০ PM
মুছে ফেলা ভিডিও আপলোড না দেওয়ার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির। সম্প্রতি করোনাভাইরাসের টিকা নিয়ে বক্তব্য একটি ভিডিও শেয়ার করে বেশ সমালোচনায় পড়েন তিনি।
এমবিবিএসসহ অন্যান্য ডিগ্রি এবং একইসঙ্গে দীর্ঘ দিন চিকিৎসা পেশায় কর্মরত হলেও চিকিৎসকের চেয়ে নিজেকে লাইফস্টাইল মডিফায়ার হিসেবে স্বাচ্ছন্দ্যবোধ করেন ডা. জাহাঙ্গীর কবির। মানুষের জীবনের অভ্যাস বদলের মাধ্যমে সুস্থ জীবনযাপনের আহ্বান জানিয়ে আসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৫ লাখের বেশি এবং ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে ১৬ লাখের বেশি অনুসারী রয়েছের তাঁর।
আরও পড়ুন: সশরীরে ও অনলাইনে পাঠদানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ ইউজিসির
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সবার প্রতি আন্তরিক অনুরোধ আমি যে ভিডিওগুলো ডিলেট করেছি বা আমার অন্য যেকোন ভিডিও আপনারা কেউ সম্পূর্ন বা আংশিক ডাউনলোড করে কোন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোথাও আপলোড দিবেন না কারন এটা আইনত দন্ডনীয় অপরাধ। আমার YouTube এবং Facebook এর প্রত্যেকটি ভিডিও কপিরাইট করা।’
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি চায় স্বাস্থ্য অধিদপ্তর
জাহাঙ্গীর কবির সামাজিক মাধ্যমে নানারকম ভুল ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে দাবি করে চিকিৎসকদের একটি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজ (এফডিএসআর)। পরে একটি ভিডিও নিজের ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে নেন জাহাঙ্গীর কবির এবং সবাইকে সেটি আপলোড না করার আহ্বান জানান।