জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ টিকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০৫:০৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২১, ০৫:০৬ PM
জাপান থেকে আরও সাত লাখ ৮১ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে পৌঁছেছে। আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জাপান থেকে টিকা নিয়ে আসা ফ্লাইটটি আজ দুপুর ৩টা ২৪ মিনিটে ঢাকায় অবতরণ করেছে।’
এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে দুপুর সোয়া ৩টার দিকে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ডোজ ভ্যাকসিন দেশে আসবে।
গত ৩ আগস্ট জাপান থেকে পাঠানো অ্যাস্ট্রাজেনেকা টিকার ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ ঢাকায় এসে পৌঁছায়। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করার কথা জাপানের।
ইতিমধ্যে তিন চালানে জাপান বাংলাদেশে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়েছে। গত ২৪ জুলাই দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ও ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা পাঠায় জাপান।