করোনা: খাবার না পেয়ে মারা যাবে দশ দেশের মানুষ

  © বিবিসি

করোনাভাইরাসের চেয়ে বিশ্বে ক্ষুধায় বেশি মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অক্সফ্যাম। সংস্থাটি জানিয়েছে, বিশ্বে প্রতিদিন ১২ হাজারের বেশি মানুষ মারা যেতে পারে খাবার না পেয়ে, যা করোনাভাইরাসের চেয়ে বেশি মৃত্যু বয়ে আনবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এই দাতব্য সংস্থাটি বলছে, এখান চাকরি হারানো, খাবার উৎপাদন কমে যাওয়া এবং পরিবহনে বাধা নেতিবাচক ভূমিকা নিয়ে আসবে। খাবার না পেয়ে মারা যেতে পারে মানুষ, এমন দশটি দেশের নাম ঘোষণা করেছে অক্সফ্যাম।

দেশগুলোর মধ্যে রয়েছে, ইয়েমেন, কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, পশ্চিম আফ্রিকান সাহেল, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, সুদান এবং হাইতি। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত এক কোটি ২০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা পাঁচ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। নতুন করে ব্রাজিলে মৃতের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ।


সর্বশেষ সংবাদ