অধিকাংশেরই টিকা নেওয়ার প্রয়োজন হবে না- কারণ জানালেন অক্সফোর্ড বিশেষজ্ঞ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৪:৩৩ PM , আপডেট: ০২ জুলাই ২০২০, ০৪:৩৩ PM
নভেল করোনা ভাইরাস মহামারির এই পর্যায়েও এর প্রতিষেধক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। হাজার হাজার গভেষনা ও বিভিন্ন ওষুধ প্রতিষ্ঠানগুলো চেষ্টা করছে এর কার্যকরী প্রতিষেধক তৈরি করার। এরই মধ্যে অন্তত ১২টি প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল চলছে। এই ভাইরাসের চিকিৎসায় তিনটি টিকার আনুষ্ঠানিক প্রয়োগ বা টিকাগুলির বাজারে আসা এখন শুধু সময়ের অপেক্ষা।
এদিকে করোনা প্রতিষেধকের দৌড়ে সবচেয়ে এগিয়ে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি টিকা! এমনটাই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এ দিকে অধিকাংশ মানুষেরই করোনা টিকা নেওয়ার প্রয়োজন হবে না বলে মনে করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ, অধ্যাপিকা সুনেত্রা গুপ্ত!
এই বাঙালি বিশেষজ্ঞের দাবি, সাধারণ ফ্লু বা জ্বরের ক্ষেত্রে যতটা ঝুঁকি থাকে করোনার ক্ষেত্রে একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষেরও ঠিক ততটাই ঝুঁকি রয়েছে। যাঁরা বয়স্ক বা যাঁদের আগে থেকেই কোনও বড় রকমের স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রেই করোনায় বিশেষ ঝুঁকি রয়েছে।
সূত্র: জিনিউজ