বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহের নির্দেশ

  © ফাইল ফটো

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্বরত ডাক্তার, নার্স ও অন্যদের প্রযোজনীয় পিপিই, গ্লাভস, সার্জিকাল মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার ( ১৮ মে) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

ভার্চুয়াল আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, হাইকোর্ট দুই দফা নির্দেশনা দিয়ে মামলাটি শুনানির জন্য রেগুলার বেঞ্চে পাঠিয়েছেন।

এর আগে গত ১১ মে এ বিষয়ে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আজ এ রিটের শুনানি অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ