করোনায় মারা যাওয়া নার্সের জীবিত সন্তান প্রসব!

  © ডয়েচে ভেলে

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক গর্ভবতী নার্স। তার মৃত্যুর পর তিনি একটি জীবিত সুস্থ শিশুর জন্ম দিয়েছেন লন্ডনের একটি হাসপাতালে৷ ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৮ বছর বয়সি ওই শিশুর মা মেরি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মৃত মা সুস্থ একটি মেয়ে শিশু প্রসব করেন বুধবার উত্তর লন্ডনের লুটন এবং ডান্সটেবল ইউনিভার্সিটি হাসপাতালে। অবশ্য শিশুটি গর্ভে থাকাকালে করোনা সংক্রমিত হয়েছিলো কিনা তা স্পষ্ট নয়৷

পাঁচ বছর ধরে ওই হাসপাতালে নার্স হিসেবে কর্মরত মেরির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। দুদিন পর তিনি সেখানে ভর্তি হন।

হাসপাতাল প্রশাসন বিবৃতিতে বলেছে, মেরি ছিলেন একজন দক্ষ সেবিকা ও টিমের সবার প্রিয় একজন মানুষ। কর্মী হিসেবে তিনি অনুকরণীয়। মেরির অকাল মৃত্যুতে তার পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি আমাদের সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা হয় হাসপাতালের পক্ষ থেকে।


সর্বশেষ সংবাদ