বকশীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৭:০০ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২০, ০৭:০০ PM
জামালপুরের বকশীগঞ্জে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কিছুদিন অসুস্থ থাকার পর বুধবার সন্ধায় (১৪ এপ্রিল) নিজ বড়িতেই মারা যান তিনি। বাবুল মিয়া (৪৭) নামের ঐ ব্যক্তির বাড়ি বকশীগঞ্জের তিনানীপাড়া গ্রামে।
প্রতিবেশী সূত্রে জানা যায়, তিনি নারায়ণগঞ্জের এক গার্মেন্টসে চাকরি করতেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে গ্রামের বাড়ি চলে আসেন। তার করোনা হয়েছে কিনা এ ব্যাপারে কথা বলতে পরিবারের সদস্যরা অস্বীকৃতি জানায়।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট জনিয়েছেন, বাবুল মিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে, তবুও আমরা বিষয়টি ভালোভাবে তদারকি করছি।
উপজেলা নির্বাহী অফিসার জামশেদ খন্দকার বলেছেন, মানুষের স্বাভাবিক মৃত্যু হলেও করোনার কথা বলছে। মানুষজন এসব নিয়ে গুজব ছড়াচ্ছে। তবে আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহে পাঠিয়েছি।
গতকাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে লাশ উপজেলার সুর্য্যনগর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত বাবুলের বাড়ি লকডাউন করা হয়েছে।