প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, নেবে সহকারী তথ্য অফিসার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১১:৪৭ AM

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের আওতাধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ‘সহকারী তথ্য অফিসার’ পদে ২ কর্মকর্তা নিয়োগে মঙ্গলবার (৮ এপ্রিল) প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৪ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়;
পদের নাম: সহকারী তথ্য অফিসার;
পদসংখ্যা: ২টি;
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৪
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০১৫ তারিখে);
আবেদনের যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীরা ২২৩ টাকা এবং অনগ্রসর নাগরিকরা (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের) ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৪ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট