স্কুল-কলেজের ছুটি আরেক দফায় বাড়ছে

ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি  © টিডিসি ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে আগামী জুলাই মাসের শুরুর দিকে শিক্ষাপ্রতিষ্ঠানে খোলার সম্ভাবনা ক্ষীণ। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) ছুটি আরেক দফায় বাড়ছে।

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শুক্রবার (২৫ জুন) রাত পৌনে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কঠোর লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, সরকার আগামী সোমবার থেকে কঠোর বিধিনিধেষ আরোপ করেছে। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সহসাই শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানাবেন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এই ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়।


সর্বশেষ সংবাদ