কবে ফের বাংলাদেশে আসবেন জানালেন হামজা চৌধুরী
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৫:৩৬ PM

ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই নিজের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করেছেন হামজা চৌধুরী। বল পায়ে দেখিয়েছেন দারুণ সব নৈপুণ্য। যদিও বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারেনি। তবু রোমাঞ্চিত হামজা।
আজ সকালেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার। যাওয়ার আগে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি আবার কবে বাংলাদেশে আসবেন, সেটাও জানিয়েছেন।
বাফুফে আজ তাদের ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। যেখানে হামজা বলেন, ‘আমি বোঝাতে পারব না, আমার কাছে এর অনুভূতিটা কেমন ছিল। সবাইকে ধন্যবাদ, ইনশা আল্লাহ আমি জুনে আবার ফিরে আসব। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।’
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।