আজ বিটিভিতে করোনাকালের ব্যতিক্রমী ‘ইত্যাদি’
প্রতি বছরের ঈদে বিটিভিতে সম্প্রচার করা হয় তুমুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের আয়োজনও অনুষ্ঠিত হবে আজ শনিবার (১৫ মে) রাত ৮টার বাংলা সংবাদের পর। তবে করোনার কারণে এবারের আয়োজন হবে ব্যতিক্রম। অনুষ্ঠানের সঞ্চালক হানিফ সংকেতের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দের সাথে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে ইত্যাদি। প্রতি ঈদেই থাকে ইত্যাদি’র জমকালো আয়োজন এবং চমকানো সব বিষয়। তবে এবার করোনা ভাইরাসের কারণে দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে, স্বাস্থ্যবিধি মেনে চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি।’
আরো বলা হয়েছে, ‘ঈদের পরদিন ঈদের ইত্যাদির যে ঐতিহ্যবাহী দৃশ্যের জন্য দর্শকরা অপেক্ষা করেন তা থেকে দর্শকরা যাতে নিরাশ না হয় সেজন্য এবারও ভিন্নভাবে সাজানো হয়েছে ঈদের বিশেষ ইত্যাদি। ঈদের এই বিশেষ সংকলিত ‘ইত্যাদি’ একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-ঈদের পরদিন (আজ) ১৫ মে, শনিবার, রাত ৮টার বাংলা সংবাদের পর।’