হঠাৎ বৈষম্যবিরোধীদের আয়োজিত কনসার্ট স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। (বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি আয়োজকরা নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে বলা হয়, ‘দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট নিরাপত্তাজনিত কারণে অনিবার্যভাবে স্থগিত করা হয়েছে। সকল অংশগ্রহণকারী, দর্শক এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা খুব শিগগিরই নতুন তারিখ ও সময়সূচি ঘোষণা করব।’
তবে হঠাৎ করেই একদিন আগে কেন আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়টি দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। আগামীকাল ২২ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল নগরবাউল জেমসের। পরিবেশনার তালিকায় ছিল চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল।