বাংলাদেশ ইস্যুতে চিন্তিত কঙ্গনা রানাউত, বিক্ষুব্ধ হয়ে যা বললেন এই অভিনেত্রী  

kangana-ranaut
kangana-ranaut  © সংগৃহীত

বরাবরই বিতর্কিত মন্তব্য করতে ও আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। এবার বাংলাদেশ নিয়েও মন্তব্য করলেন এই অভিনেত্রী। বাংলাদেশে পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত জানিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশে পরিস্থিতি খুবই চিন্তার। বিশেষ করে হিন্দুদের জন্য খুবই চিন্তা হচ্ছে আমার।’

সম্প্রতি কলকাতায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব কথা বলেছেন কঙ্গনা রানাউত।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতায় কেন আন্দোলন হচ্ছে না, সেটা নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী বলেন, ‘ওই দেশে (বাংলাদেশে) হিন্দুদের হত্যা করা হচ্ছে। বাংলাদেশে সাধু ও সাধুদের অবস্থা খুবই দুর্ভাগ্যজনক। বিষয়টা খুবই উদ্বেগের, ভয়ানক পরিস্থিতি। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, এ নিয়ে এখানে কোনো রকম আন্দোলন চোখে পড়ছে না।’

কঙ্গনা বলেন, কেউ কিন্ত ‘অল আইজ অন বংলাদেশ’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন না। এই বিষয়টাও চিন্তার।

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে কঙ্গনা বলেন, উনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। অথচ উনি আসার পর থেকেই অশান্তি চলছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমি শুধু বলব, এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে আমরা আছি। ওখানকার হিন্দুদের পাশে আমরা আছি।


সর্বশেষ সংবাদ