‘গোদি মিডিয়ার মিথ্যাচারের’ বিরুদ্ধে পদক্ষেপের আহবান সালমানের

সালমান মুক্তাদির
সালমান মুক্তাদির  © সংগৃহীত

সম্প্রতি দেশে সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন ভুয়া সংবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। মঙ্গলবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে এ আহবান দেন তিনি।

পোস্টে তিনি লিখেন, ‘গোদি মিডিয়া যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আমরা ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর, অভিনেতা ও সাংবাদিকরা বসে আছি। চলেন আমরা প্রত্যেকে একটা করে সেসব বিষয় নিয়ে কনটেন্ট বানাই যা ভারতীয় গণমাধ্যমগুলো লুকাতে চাচ্ছে।’

এর আগে তিনি সামাজিক যোগযোগ মাধ্যমে ফেরদৌস-রিয়াজকে ‘টোকাই’ আখ্যা, দিয়ে ফেসবুকে কড়া স্ট্যাটাস দিয়েছিলেন। পুরো কোটা সংস্কার আন্দোলন জুড়ে শিক্ষার্থীদের পক্ষ হয়ে বেশ সরব ছিলেন তিনি। শুধু অনলাইনেই নয় খোদ নেমেছিলেন আন্দোলনের মাঠেও।  


সর্বশেষ সংবাদ