ফেরদৌস-রিয়াজকে 'টোকাই' আখ্যা, ফেসবুকে কড়া স্ট্যাটাস সালমান মুক্তাদিরের

ফেরদৌস, রিয়াজ ও সালমান মুক্তাদির
ফেরদৌস, রিয়াজ ও সালমান মুক্তাদির  © সংগৃহীত

সারাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে পাশে এসে দাঁড়িয়েছেন শিক্ষক থেকে শুরু করে নানা শ্রেণি পেশার মানুষ। পিছিয়ে নেই জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। নিজের ফেসবুক পোস্টে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন তিনি। তবে এবার সামাজিক যোগযোগ মাধ্যমে ফেরদৌস-রিয়াজকে 'টোকাই' আখ্যা, দিয়ে ফেসবুকে কড়া স্ট্যাটাস দিলেন সালমান মুক্তাদির। 

রবিবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে তিনি তার ফেসবুকে এ মন্তব্য করেন। ফেসবুকে স্ট্যাটাসে তিনি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইকে নিয়েও বিস্ফোরক জবাব দিয়েছেন। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘একটা যুদ্ধ জেতার আগেই যদি সবার প্রাইড, এগো আর এগ্রোগেন্স দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, তাইলে জেতার পর তো নিজের ভাইয়ের মাংসও খেয়ে ফেলব আমরা। রাফসানকে যদি সুন্দর করে বলা যেত, যে কত আশা ওর ওপর মানুষের, রাফসান কী অনুপ্রাণিত হয়ে আরও হেল্প করত না?’ 

এ সময় অভিনেতা ফেরদৌস, রিয়াজ এর সমালোচনা করে সালমান লেখেন, ‘দেশকে পুরো বেচে দিয়ে নায়ক ফেরদৌস, রিয়াজের মত টোকাইগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছে, কেউ কিছু করতে পারল না?’ 

সাকিব আল হাসানের দিকে আঙুল তুলে সালমান বলেন, ‘সাকিব ওর বউকে নিয়ে সবার সামনে এগো দেখায় চ্যালেঞ্জ করতেসে, কিছু করতে পারি নাই। রাফসান দেরি করে হইলেও ফাইনালি সামনে আসছে। ওকে দেখে কয়েক লাখ মানুষ সাহস পাইত আরও।’

সালমান আরও বলেন, ‘এরকম করেই যদি আমরা আমাদের একতা প্রকাশ করি, তাহলে এক হওয়ার আহ্বান কাকে জানাচ্ছি? কাকে জড়ো হইতে বলতেছি? কাকে আওয়াজ তুলতে বলতেছি?’

আরও পড়ুন: স্বাধীনতা থেকে অল্প একটু দুরে দাঁড়িয়ে আমরা, জোর কদম আগে চলো

উল্লেখ্য, শিক্ষার্থীদের তোপের মুখে টিএসসি থেকে পালিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ‘রাফসান দ্য ছোটভাই’। শনিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) থেকে তাকে পালিয়ে যেতে দেখা যায়। সরেজমিন দেখা গেছে, রাফসান দ্য ছোটভাই তার নিজ গাড়িতে করে এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি।

এ সময় আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা করতে গেলেও কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় তিনি স্থান ত্যাগ করেন। আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, সে এতদিন পর অ্যাটেনশন নিতে এসেছে। আমরা তার কাছে কৈফিয়ত চেয়েছি এতদিন পর কি করতে এসেছেন?


সর্বশেষ সংবাদ