নিজের সব সম্পত্তি চ্যারিটিতে দান করলেন বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার

কিশোর কুমার দাশ
কিশোর কুমার দাশ  © সংগৃহীত

পশুপাখির খাবারের জন্য নিজের সব সম্পত্তি চ্যারিটির নামে উইল করেছেন স্বেচ্ছাসেবকদের সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ। শনিবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যম জানান।   

পোস্টে তিনি লিখেন, ‘সকল সম্পত্তি চ্যারিটির নামে উইল করে যাচ্ছি। বিশেষ দিনটি আজকে। জীবনের আরেকটা কাজ শেষ হচ্ছে। জন্মদিন ছিলো ক’দিন আগে। সেদিন বলছিলাম, ব্যক্তিগত সকল সম্পত্তি পশুপাখির খাবারের জন্য উইল করে যাবো। বাংলাদেশে মাত্র ৩৩% উইল করা গেলেও এখানে পুরো সম্পত্তি দান করা যায়। তাই এখানেই উইল করে যাই। বৌ জিজ্ঞাস করলো, ‘এখনই কেন?’ আমার কেন যেন অপমৃত্যুর ভয় লাগে। ভয় খুব কমই অমূলক প্রমান হয়েছে আমার জীবনে। মৃত্যুর পরের জীবনে আমার বিশ্বাস নাই। তাই আমি থেমে গেলে যেন এই পৃথিবীতে যেন হাসি ফুটে, সেটাই চেয়েছি।’

এর আগে তাকে মরোণত্তর দেহদান করে ফেসবুকে পোস্ট দিতে দেখা যায়

 

সর্বশেষ সংবাদ