এবার ঈদে নেই ইত্যাদি

  © সংগৃহীত

ঈদের টিভি অনুষ্ঠান মানেই হানিফ সংকেত, কয়েক দশক ধরে এটাই যেন অলিখিত নিয়ম। প্রযুক্তির সহজলভ্যতায় ঘরে বসে টিভি দেখার লোক কমে গেছে, এটা সত্য। যাঁরাই দেখেন, তাঁদের কাছে হানিফ সংকেত বিনোদনের বিশ্বস্ত বন্ধু।

ঈদের অন্যতম সেরা টিভি অনুষ্ঠান হানিফ সংকেতের ম্যাগাজিন আয়োজন ইত্যাদি। তবে এবার তা হচ্ছে না। কিন্তু থাকছেন এই জনপ্রিয় ব্যক্তিত্ব।

কারণ বরাবরের মতো ঈদে থাকছে তাঁর ফাগুণ অডিও ভিশনের নির্মাণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’, আছে তাঁর রচনা ও পরিচালনায় নাটক ‘ব্যবহার বিভ্রাট’।

দুটো নির্মাণই প্রচার হবে এটিএন বাংলায়। একটি পোশাক প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী, তত্ত্বাবধায়ক ও তাদের স্ত্রীদের নিয়ে গড়ে উঠেছে ব্যবহার বিভ্রাটের গল্প। 

ছাত্রনেতা ইয়াশ রোহান, সঙ্গে নাজনীন নীহাছাত্রনেতা ইয়াশ রোহান, সঙ্গে নাজনীন নীহা

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, মেঘলা সুহাসিনী টুপুর, আইনুন নাহার পুতুল ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে।


সর্বশেষ সংবাদ