শেখ হাসিনার চরিত্রে এবার অপু বিশ্বাস, পারিশ্রমিক ১০০ টাকা

  © সংগৃহীত

পরিচালক সালমান হায়দার ২০২০ সালে শুরু করেন শিশুতোষ চলচ্চিত্র ‘শেখ রাসেলের আর্তনাদ’ নির্মাণের কাজ। অসুস্থতার কারণে এ ছবির কাজ তিনি এগিয়ে নিতে পারেন নি। তবে বছরের শুরুতে ‘শেখ রাসেলের আর্তনাদ’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

জানা গেছে, সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন এই নায়িকা। যে চরিত্রের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। 

এ বিষয়ে অপু বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

‘শেখ রাসেলের আর্তনাদ’ চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প থেকে তৈরি। বেশ কিছুদিন আগে এর নির্মাণ কাজ শুরু হলেও নির্মাতার অসুস্থতার কারণে থেমে যায় শুটিং। ফলে নতুন করে আবারও শুরু করা হচ্ছে সিনেমার কাজ। 

এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা সালমান হায়দার বলেন, ‘এ চলচ্চিত্রে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। খুব শিগগির শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে। 

উল্লেখ্য পরিচালক সালমান হায়দার ২০২০ সালে শুরু করেন শিশুতোষ চলচ্চিত্র ‘শেখ রাসেলের আর্তনাদ’ নির্মাণের কাজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল। তবে নানা কারণে সেটি সম্ভব হয়নি।


সর্বশেষ সংবাদ