এবারের ঈদে উর্দু গজলও গাইবেন ড. মাহফুজুর রহমান

  © সংগৃহীত

এটিএন বাংলা চ্যানেলের ঈদ আয়োজনে ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান থাকবে না তা কি হয়? এবারের ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা এই ব্যক্তিত্ব।

এবার প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’। এতে গজল সম্রাট ও পাকিস্তানের গজল গায়ক মেহদী হাসানের প্যায়ার ভারে দো শার্মীলে ন্যান, রাফতা রাফতাও গাইবেন তিনি। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ। এটিএন বাংলার স্টুডিওতেই গানগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়।

উল্লেখ্য, ড. মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’, এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।


সর্বশেষ সংবাদ