শেষবারের মত রাবিপ্রবিতে প্রথম ভিসি অধ্যাপক প্রদানেন্দু
- রাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৮:০৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২২, ০৮:১৪ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মরদেহ শেষবারের মত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে অধ্যাপক ড. প্রদানেন্দুর মরদেহ নিয়ে আসা হলে ক্যাম্পাসের শোকের ছায়া নেমে আসে। পরে ক্যাম্পাসে অধ্যাপক প্রদানেন্দুর বিদেহী আত্মার পারলৌকিক সদ্গতি ও মঙ্গল কামনা করা হয়।
বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার পর দুই মেয়াদে ভিসির দ্বায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছিলেন অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। কিছুদিনের ব্যবধানে আবারও আসলেন সেই চিরচেনা ক্যাম্পাসে। শুধু ব্যতিক্রম এই এবার আর পায়ে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ নয় বরং লাশবাহী গাড়িতে করে।
এর আগে, গত বুধবার (১৭ আগস্ট) রাবিপ্রবি প্রথম উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দায়িত্বরত সদস্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
এদিন শেষবারের তার মরদেহ ক্যাম্পাসে নিয়ে আসা হলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, রাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ গুণিজনেরা উপস্থিত ছিলেন।
প্রদানেন্দু বিকাশ চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ছিলেন। পরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৮ ও ২০১৮-২১ দুই মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হন।