শাবিপ্রবির ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা, তবুও খালি ২৩ আসন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ‘বি’ ইউনিটের বিজ্ঞানের আওতাধীন অর্থনীতি বিভাগে ২৩টি আসন এখনো ফাঁকাই রয়েছে। আপাতত এসব ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ না থাকলে পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র বলছে বিজ্ঞান অনুষদের অধীন ‘এ’ ইউনিটে আর্কিটেকচারসহ ৯৮৫টি আসন এবং সমন্বিত ‘বি’ ইউনিটে সর্বমোট ৬০২টি আসন রয়েছে। এর মধ্যে সবগুলো বিভাগে একাধিকবার সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে আসন পূর্ণ হয়েছে।

তবে সমন্বিত ‘বি’ ইউনিটের অধীন অর্থনীতি বিভাগের মোট ৬৬ আসনের মধ্যে ৪৩টি আসনে শিক্ষার্থী পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। বাকি ২৩টি আসন এখনো খালিই রয়েছে।

আরও পড়ুন: আসন ফাঁকা থাকলেও রাবিতে আর ভর্তি নেয়া হবে না

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী বলেন, ভর্তি কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সকল নির্দেশনা মেনে ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: কাল থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ

নিয়মানুসারে কোনো বিভাগে বরাদ্দকৃত আসন অসম্পূর্ণ রেখে ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেলে সে বিভাগে আর মাইগ্রেশনের সুযোগ থাকে না বলে জানান তিনি।

মুঠোফোনে তিনি জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখন আবার সে সিদ্ধান্ত পরিবর্তন করে খালি থাকা আসনে পুনরায় ভর্তি নেওয়ার সুযোগ নেই। এতে করে অর্থনীতি বিভাগের ২৩টি আসন ফাঁকা রেখেই বিশ্ববিদ্যালয়টিতে প্রথম বর্ষের ক্লাস-কার্যক্রম শুরু হবে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, ‘বি’ ইউনিটে বিজ্ঞান থেকে অর্থনীতি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিতে ৪০ শতাংশ নম্বরের যে শর্ত দেওয়া হয়েছে- তা মেনে সবগুলো সিটে শিক্ষার্থী পাওয়া যায়নি।

অধ্যাপক মুশতাক আরও বলেন, খালি থাকা এসব আসনে ভর্তির জন্য পুনরায় ডাকা হবে কি না সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং-এ সিদ্ধান্ত নেয়া হবে। মিটিং-এর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ